বর্তমান সময়ে অনলাইনে ট্রেনের টিকিট কাটা এতটা সহজ হয়ে উঠেছে যে, মাত্র কয়েক মিনিটের ভিতরে ছোটাছুটি না করে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন। যে বিষয়টি নিয়ে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা থাকছে। ধৈর্য ধরে আর্টিকেলটি পড়লে আশা করি অনেক জ্ঞান অনলাইন টিকিট সম্বন্ধে আপনার চলে আসবে।
ট্রেনের অগ্রিম টিকিট অনলাইন || অনলাইনে ট্রেনের টিকিট ক্রয়
ট্রেনের অগ্রিম টিকিট অনলাইন কিনতে বাংলাদেশে কিছু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি টিকিট কিনতে পারেন।
একটি পরিচিত ওয়েবসাইট হলো ‘বাংলাদেশ রেলওয়ে’র অফিসিয়াল ওয়েবসাইট (https://www.esheba.cnsbd.com/)। এই ওয়েবসাইটে আপনি ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারেন। আপনাকে প্রথমে ওয়েবসাইটে একাউন্ট খুলতে হবে। তারপর আপনি টিকিট ক্রয় করতে পারবেন। আপনি টিকিট ক্রয় করার জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেটব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারেন।
আরেকটি পপুলার ওয়েবসাইট হলো ‘ট্রেনটিকেটকিং বাংলাদেশ’ (https://www.train-ticket.com.bd/)। এই ওয়েবসাইটটি পুরোপুরি বাংলায় উপলব্ধ। আপনি এখান থেকে ট্রেনের টিকিট ক্রয় করতে পারেন এবং উপরের মত একইভাবে পেমেন্ট করতে পারেন।
GoZayaan (https://www.gozayaan.com/)
Shohoz (https://www.shohoz.com/train-tickets)
ট্রেনসার্ভিস.কম (https://www.trainservices.com.bd/)
ট্রেন লাইভ (https://trainlive.info/)
এখনো পর্যন্ত উপরে আমি যে ওয়েবসাইটে লিংকগুলো দিয়েছি এই ওয়েবসাইটে খুব সহজে আপনারা চাইলে টিকিট সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পড়তে পারেন। পাশাপাশি যদি আপনার ইচ্ছা থেকে যে টিকিটগুলো আমি কিনব তাহলে সেটাও করার সুযোগ রয়েছে। সুতরাং নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনার যাতায়াতের ঠিকানা নির্বাচন করে টিকিট কিনতে পারেন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২২ || অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময়
বাংলাদেশের রেলওয়ে গুলির ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট যার মাধ্যমে সব যে ট্রেনের টিকেট কাটা সম্ভব সেটা হলোঃ (https://www.esheba.cnsbd.com/),
এই ওয়েবসাইট শুধু ক্রিকেট কাটার জন্য নয় সর্বশেষ তথ্যে সমস্ত প্রতিষ্ঠান অনলাইনে টিকিট কাটার সময়সূচি প্রকাশ করে থাকে। তাছাড়া টিকিট সংক্রান্ত তথ্য এই ওয়েবসাইটে খুব সুন্দরভাবেই উল্লেখ করা রয়েছে।
তবে হ্যাঁ এখানে সময়ের একটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে। কেননা আপনি যেকোনো সময় চাইলে, কিনতে পারবেন না বা ক্রয় করতে পারবেন না। তাই নির্দিষ্ট ওয়েবসাইটটি যেটা আপনার পছন্দ সেখানে সময়টি দেখে টিকিট কাটা জরুরী। দেখা যাচ্ছে আপনার দরকার অগ্রিম কিন্তু সেই সময় অনুযায়ী আপনার টিকিট ক্রয় করতে পারলেন না। এক এক ধরনের অনলাইন ওয়েবসাইট যেখানে টিকিট বিক্রি করা হয় তাদের সময় ধারণ গঠন সবকিছু আলাদা হয়ে থাকে।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২০ || ট্রেনের টিকিট কাটার অ্যাপস
আমরা যখন অনলাইনে অথবা অফলাইন যেখানে টিকিট কাটে না কেন কয়েকটি বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখা জরুরী সেগুলোর ভেতর,
সবচেয়ে প্রথমে ট্রেনের সময় ও তারিখ পরীক্ষা করতে হবে। এছাড়াও, আপনি ট্রেনের নাম এবং স্থানও দেখে নিতে হবে।
টিকিট কাটার জন্য যে তথ্যগুলি যেমন মোবাইল ফোন নাম ঠিকানা এগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট পরিশোধ করার পর আপনার টিকিটটি সংগ্রহ করে নিজের কাছে রাখুন।
অনলাইনে টিকিট কাটতে হলে হয়তো আপনার সাথে সাথে হাতের পৌঁছাবে না, সেই ক্ষেত্রে আপনার ইমেইলের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এখন বাংলাদেশে যে অ্যাপস গুলি রয়েছে যেখানে টিকিট কাটার সুযোগ বা সুবিধা দিয়ে থাকে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু অ্যাপস আমি নিচে দিয়ে দিলাম।
Bangladesh Railway eTicketing: বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপ যেখান থেকে অনলাইনে টিকিট কাটার সুবিধা পাওয়া যায়। এখানে সকল ধরনের ট্রেন সম্পর্কিত তথ্য, ভ্রমণ সময়, মূল্য এবং কেনার উপযোগী কিনা সবকিছু একসাথে দেখা যায়। এই ওয়েবসাইট বা অ্যাপের যে নিয়ম নীতি রয়েছে সেই অনুযায়ী আপনার টিকিট ক্রয় করতে হবে।
RailSheba: এই ওয়েবসাইট বা অ্যাপটি অনলাইন টিকিট কাটার জন্য স্থায়ী একটি অ্যাপ। এখানে আপনারা সব সময় এক্টিভিটি পাবেন তাদের সকল নিয়ম নীতির ভিতরে টিকিট কাটার নিয়ম ও হাতে পাওয়ার সঠিক তথ্য দেওয়া রয়েছে। আপনার অ্যাপটির ভিতরে অথবা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলে আরো অনেক বেশি ধারণা পেয়ে যাবেন।
মোবাইল ট্রেন টিকেট বুকিং || সহজ.কম ট্রেনের টিকিট
মোবাইল থেকে ট্রেন টিকেট বুকিং করা সম্ভব। আপনি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.esheba.cnsbd.com/ এ গিয়ে নিজের ট্রেন টিকেট অনলাইনে বুক করতে পারেন।
এই ওয়েব সাইটে আপনি প্রথমে নিজের একাউন্ট তৈরি করে একাউন্ট লগইন করে নিবেন। তারপর টিকিট অপশনে আপনার যে তথ্যগুলো দেওয়ার প্রয়োজন সেগুলি দিবেন। সর্বশেষে আপনার, পেমেন্ট করার জন্য আপনি মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করার সুযোগ রয়েছে।
সহজ.কম একটি ওয়েবসাইট যা বাংলাদেশের বিভিন্ন ট্রেনের টিকিট অনলাইনে বুকিং সেবা দেয়। সহজ.কম ওয়েবসাইটে আপনি কোন ট্রেনের টিকিট ক্রয় করতে পারেন এবং আপনি যেকোনো ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন।
আপনি সহজ.কম ওয়েবসাইটে প্রবেশ করে সিলেক্টেড ট্রেনের সমস্ত বিস্তারিত তথ্য পেতে পারেন। যেমন সময়সূচী, টিকেট মূল্য, ট্রেন রাস্তার বিস্তারিত ইত্যাদি। পরে আপনি টিকিট নির্বাচন করতে পারেন এবং আপনার বিস্তারিত তথ্য সাবমিট করতে পারেন। সহজ.কম ওয়েবসাইট একটি সিকিউর সম্পর্কযুক্ত পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনাকে অর্থ প্রদান করতে বলে দেয়। তারপর আপনি আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করে দিলেন আপনার টিকিট ডাউনলোড করে নেওয়ার সুযোগ ওয়েব সাইটটি দিয়ে থাকে।
www.railway.gov.bd ticket || E ticket Railway
The official website of Bangladesh Railway for purchasing E-ticket is www.esheba.cnsbd.com. Through this website, passengers can buy train tickets online and even choose their seats. Payment can be made using a variety of methods including credit/debit cards, mobile banking, and internet banking.
আপনি সাধারণত এই ওয়েবসাইট ( www.railway.gov.bd ) থেকে টিকিট কেনা খুবই ভালো। এখানে পেমেন্ট ব্যবহার করার অনেক মাধ্যমের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং মেথড যেটার জন্য সকলে এখানে পেমেন্ট করতে ইচ্ছুক থাকে। যেহেতু বাংলাদেশি ওয়েবসাইট সেহেতু আপনারা আরো অনেক সুবিধা পাবেন।
ট্রেনের অগ্রিম টিকেট || বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম
বিকাশ একটি মোবাইল ব্যাংকিং যার মাধ্যমেও আপনি চাইলে আপনার টিকেট অনলাইনে কাটতে পারেন। বিকাশ এর মাধ্যমে ট্রেনের টিকেট কাটার নিয়মঃ
১. প্রথমে আপনার বিকাশ অ্যাপে লগইন করুন।
২. তারপর একটি সার্চ বক্স পাবেন, যেখানে আপনাকে ট্রেনের রুট এবং যাত্রা তারিখ লিখতে হবে।
৩. তারপর সার্চ করতে ক্লিক করুন। এখন আপনি সমস্ত উপলব্ধ ট্রেনের তালিকা দেখতে পাবেন।
৪. আপনার পছন্দের ট্রেন সিলেক্ট করুন এবং সেটির জন্য উপলব্ধ টিকিটের তালিকা পাবেন।
৫. আপনার পছন্দসই টিকিট সিলেক্ট করুন এবং একটি সামারি পেজ পাবেন। সেখানে আপনাকে আপনার যাত্রা বিবরণ পূরণ করতে হবে।
৬. যখন আপনি আবার দেখতে পাবেন যে সমস্ত তথ্য সঠিক, তখন পরবর্তী ধাপে এগিয়ে যান। এখন আপনার বিকাশ একাউন্ট দিয়ে পেমেন্ট করতে হবে।
৭. পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে, আপনি একটি কনফার্মেশন পেজ দেখতে পাবেন। যেখানে সকল প্রকার তথ্য যেগুলি আপনি দিয়েছেন সবকিছু দেখা যাবে।
৮. এখন আপনি আপনার টিকিটটি ডাউনলোড করতে পারেন এবং প্রিন্ট করতে পারেন। তবে সাথে সাথে ডাউনলোড করার অপশন এবং প্রিন্ট করার সিস্টেম আপনার কাছে নাও আসতে পারে। আপনি যে তথ্যগুলো দিয়েছেন সে তথ্যের confirmation এর জন্য তারা এসএমএস পাঠাবে এবং তখন আপনি সেটি ডাউনলোড সহ প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণে রাখতে পারেন।
আপনার বিকাশ একাউন্টে যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে টিকিট ক্রয় করতে পারবেন না। এখন কথা হল যদি সাথে সাথে হাতে টাকা না থাকে তাহলে বিকাশে কিভাবে জমা হবে? আপনারা জানেন অনেকে যে বিকাশ তাদের যে সার্ভিস রেখেছে তার ভিতরে একটি সার্ভিস হলো, ডেবিট ক্রেডিট ইত্যাদি একাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা যায়। এর মাধ্যমেও কিন্তু আপনার একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স জমা করে অনলাইনে ট্রেনের জন্য টিকিট কাটতে পারেন।